শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগে বরিশাল লঞ্চঘাট কার্গো শেডে আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা এবং দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার সংগ্রামী আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেডফোর্সের অধিনায়ক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ১৯ দফা কর্মসূচীর স্রষ্টা সাবেক রাস্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর গঠনমূলক তথ্যবহুল বক্তব্য পেশ করেন ।
বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার এবং বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়কবৃন্দ সহ ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী আলোচনা এবং দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন ।
বরিশাল মহানগর শ্রমিকদলের ৯ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহবায়ক , সদস্য সচিব , বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু , ৯ নং ওয়ার্ড জিয়া মঞ্চের সভাপতি সৈয়দ ইমাম হোসেন রাজু , ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম , ৯ নং ওয়ার্ড শ্রমিকদল নেতা মোঃ আনোয়ার হোসেন , ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক মোঃ নাদিম মিয়া , ৯ নং ওয়ার্ড শ্রমিকদল নেতা মোঃ শহিদ হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক হাসিনার জালিমশাহীর পতনে খেটে খাওয়া নিরীহ নির্যাতিত বঞ্চিত শ্রমিকদের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন ।
শ্রমজীবী মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট জিয়ার যুগোপযোগী পদক্ষেপের কথা স্বরণ করে অনুষ্ঠানের মধ্যমণি ফয়েজ খান বলেন , মাত্র অল্প কয়েক বছরের শাসনামলে শ্রমিকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন জনতার জিয়া ।
তারই ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকদের বঞ্চিত করে তাদের নিকট থেকে কেড়ে নেয়া প্রাপ্য অধিকার তাদের কে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ।
মাছঘাট , খেয়াঘাট , লঞ্চঘাট , বাসস্ট্যান্ড সহ শ্রমিক সংশ্লিষ্ট স্থানের পূর্ণ নিয়ন্ত্রণ শ্রমিকদের হাতে থাকতে হবে । অসহায় বেকার কিংবা পঙ্গু শ্রমিকদের জন্য রাস্ট্রের পক্ষ থেকে পর্যাপ্ত আকারে সম্মানী ভাতা চালু করতে হবে ।
আগামী দিনে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের রাস্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসীন হলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচীর আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের হারানো অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করা হবে ইনশা আল্লহ ।