বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন উষানা যুব সংগঠন এর উদ্যাগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
২৯ শে ডিসেম্বর রবিবার বিকাল ৫ ঘটিকায় নগরীর নিজস্ব কার্যালয় গোড়া চাঁদ দাস রোডস্হ বটতলা আঁচল ভিলায় এই আয়োজন করা হয়।
অসহায় ও দুঃস্হ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন উষানা যুব সংগঠনের সভাপতি আয়সা সিদ্দিকা সুবহা,প্রধান উপদেষ্টা বিলকিস আহমেদ লিলি, নাজমা পারভীন সিমু, তাসলিমা আক্তার শিমুল, রাহিমা পারভীন লুনাসহ অন্যান্য সদস্য বৃন্দ।
উল্লেখ্য ২০২২ সাল থেকে উষানা যুব উন্নয়ন সংগঠন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কম্বল বিতরন কার্যক্রমে প্রধান উপদেষ্টা বিলকিস আহমেদ লিলি বলেন, শীতার্ত মানুষের মাঝে সামান্য উষ্ণতার ছোঁয়া দিয়ে পেরেছি মহান আল্লাহর কাছে শুকরিয়া।
আমরা আমাদের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।