বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর বাউফল উপজেলার আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত।
সোমবার (০২ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়াম হল রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার প্রতিক কুমার কুন্ড (সহকারী কমিশনার ভূমি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নজরুল ইসলাম উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ খায়রুল ইসলাম জেলা প্রশিক্ষণ অফিসার খামারবাড়ি পটুয়াখালী, আরও উপস্থিত ছিলেন মো.মনিরুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার বাউফল,রিয়াজুল ইসলাম উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার বাউফল , অলিউল ইসলাম প্রমূখ।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার অনুরুদ্ধ দাস বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রমোদনা কর্মসূচির আওতায় মোট ১১টি ফসলের বীজ গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগডাল, মুশুর,ফেলন ও খেসারী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৬৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
এবং এর সাথে তাদের ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে সারও দেয়া হবে। কৃষকদের মাঝে বক্তব্য রাখেন কৃষক মো.রিয়াজ হোসেন ধুলিয়া, আরও বক্তব্য রাখেন অহিদুজ্জামান ডিউক মাই টিভি উপজেলা প্রতিনিধি বাউফল প্রমূখ। সবশেষে প্রতিক কুমার কুন্ড এ অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
মো.আরিফুল ইসলাম বাউফল উপজেলা প্রতিনিধি
তারিখ-০২/১২/২০২৪