বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দিপালী’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ বরিশালে প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ন্যায্যমূল্যের দোকান প্র‍য়াত স্বজনদের স্বরনে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত আন্দোলন সংগ্রামে নিহতদের জন্য যুবদলের দোয়া মুনাজাত কলাপাড়ায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেকে মারধর পটুয়াখালীতে সাবেক আ’লীগ ও বিএনপি করা দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক ৫ জন অনিয়মই যেন নিয়ম চাঁদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বি এন পির প্রতিবাদ সমাবেশ গলাচিপায় গনআধিকার পরিষদের সমাবেশে হাজারো মানুষের ঢল কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকা প্রদান যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাউফলে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে কলাপাড়া পৌরসভার রাজস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা
বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বরিশালে সার্ভেয়ারদের কর্মবিরতি

বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বরিশালে সার্ভেয়ারদের কর্মবিরতি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.0, -0.140625);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সার্ভেয়ারদের অবস্থান কর্মসূচি।

কর্মবিরতি দিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছেন বিভিন্ন দপ্তরের সার্ভে
ডিপ্লোমাধারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিন আজ বৃহস্পতিবার তারা এই কর্মসূচি পালন করেন।

এ সময় তারা ‘স্বাধীন সোনার বাংলায়; বৈষম্যের ঠাঁই নাই, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না, আবু সাঈদ, মুগ্ধ, শেষ
হয়নি যুদ্ধ, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে’- ইত্যাদি ¯েøাগান দিতে শোনা দেয়। জানা গেছে,
বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র, পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আজ সকাল থেকে অর্ধবেলা
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেনয়।

এতে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার সার্ভেয়ার ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

অন্যদিকে সার্ভেয়ারদের অবস্থান কর্মসূচিতে কিছুটা ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা গ্রাহরা।

বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের বরিশাল জেলার সমন্বয়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অর্ধদিবস কর্মবিরতির কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিভাগীয় সমন্বয়ক ফোরকান হোসেন, বরিশাল সদরের সমন্বয়ক মোফাজ্জেল সহ বাংলাদেশ কানুনগো কল্যান সমিতির কেন্দ্রীয় নেতা, বরিশাল সদর, জেলা ও বিভাগের পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ম্যানেজ কোর্ট, সেটেলমেন্ট, জেলা পরিষদ, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মরত ডিপ্লোমা সার্ভেয়ারগন।

বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহত্তর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা।

শামীম আহমেদ
বরিশাল,
০৩-১০-২৪-ইং।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD