বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ১ মাধ্যমিক শিক্ষকের বাসায় দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে তার নগদ ২ লক্ষ টাকা, ৬০ হাজার ভারতীয় রুপি এবং ৮ ভরি স্বর্নালংকার নিয়ে গেছেন চোরচক্র।
শনিবার দিবাগত রাত ১১ টা থেকে ভোর ৫টার মধ্যে কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক আরিফুর রহমান’র বাসায় এ চুরির ঘটনা ঘটেছে।
একই সময়ে রহমতপুর এলাকার মোট ৪টি বাসায় একযোগে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।ভুক্তভোগী শিক্ষক আরিফুর রহমান জানান, আমার স্ত্রী অসুস্থ থাকায় বাবার বাড়িতে ছিল। আমি রাত ১১ টার পর নজরুল ইসলাম সড়কে শ্বশুরের বাসায় যাই।
ফজর নামাজ পড়ে বাসায় আসলে মূলগেটের তালার কয়রা ভাঙ্গা দেখি। পরে ভিতরে গিয়ে দেখি ঘরের তালা ভাংতে না পেরে কবজা কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে ঘরের সবকিছু এলোমেলো করে রেখে গেছে।
এ সময় তারা প্রতিটি আলমিরার ড্রয়ার খুলে নগদ অর্থ, ইন্ডিয়ান রুপি এবং স্বর্ণালংকার নিয়ে গেছে। অবাক করা বিষয় হলো ঘরে মোবাইল ফোন, ডিভাইস এবং মোটরসাইকেল ছিল।
সকল প্রকার কাপড়চোপড়, আসবাবপত্র সব এলোমেলো করে রেখে গেছে, কিন্তু কিছুই নিয়ে যায়নি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আহমেদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মোয়াজ্জেম হোসেনকলাপাড়া
২৯/০৯/২০২৪