স্টাফ রিপোর্টার ॥
বরিশাল এয়ারপোর্ট থানার অর্ন্তভূক্ত বাবুগঞ্জ চাঁদপাশা ইউনিয়ন পরিষদ মাধ্যমিক বিদ্যালয় থেকে সরকারিভাবে দেয়া ১৫টি ল্যাপটপ চুরি হয়ে গেছে। ১৬ মে রাত ৩টা থেকে ৬ টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে।
এমন অভিযোগ এনে ঘটনার পরই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম (৫৮) বাদী হয়ে এয়ারপোর্ট থানায় অজ্ঞাত আসামি রেখে একটি চুরি মামলা দায়ের করেছেন।
অপরদিকে ২৯ মে গভীর রাতে বাবুগঞ্জ চাঁদপাশা হাইস্কুল ও কলেজ এ চুরির অভিযোগ এনে অধ্যক্ষ মোসাম্মৎ তহমিনা আক্তার এয়ারপোর্ট থানায় ৩০ মে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ মে বিকাল সেয়া ৪ টায় স্কুল বন্ধ করা হয়।
স্কুলের নৈশ প্রহরী মোঃ রাব্বি (২৯) গত ১৬মে সকাল ৬টা ৫১ মিনিটের সময় প্রধান শিক্ষকে মুঠোফোনে জানান স্কুলের দ্বিতীয় তলা শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুম থেকে ল্যাপটপ চুরি হয়ে গেছে। এ সংবাদ শুনে শিক্ষকসহ স্কুল কমিটির সকলে ছুটে আসে। তারা নৈশ প্রহরী মোঃ রাব্বিকে জিজ্ঞাসা করে জানতে পারে, সে রাত ৩ টার সময় ঘুমিয়ে ৬টার সময় উঠে রুমের বাহিরে গিয়ে দেখতে পায় অফিস রুম বাহির থেকে বন্ধ করা।
তখন নৈশ প্রহরী রাব্বি স্থানীয় দোকানদার সেন্টুকে ফোন করে স্কুলে নিয়ে আসে। দোকানদার সেন্টু এসে দেখতে পায়, অফিস রুম বাহির দিয়ে সিটকানি লাগানো।
নৈশ প্রহরী রাব্বি ২য় তলায় গিয়া দেখতে পায়, স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমের তালার আংটা ভাঙ্গা এবং ভিতরে থাকা সরকারি বরাদ্ধকৃত ১৫টি ল্যাপটপ চুরি হয়ে গেছে।
যার বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই মোঃ সাইদুল হক জানিয়েছেন, তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না।
দায়েরকৃত মামলার বাদী হলেন বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড বাঘিয়া এলাকার মৃত হাতেম আলীর পুত্র। তিনি বলেন, চুরি ঘটনার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। চাঁদপাশা হাইস্কুল ও কলেজ অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার বলেছেন, তার কার্যালয়ের তালা ভেঙ্গে নগদ ৪২ শত’টাকাসহ ৩০/৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চোর বা চোরের দল ড্রয়ার ও আলমারির ফাইলপত্র তছনছ করে গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র নিয়ে গেছে।