সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদীতে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য ইউনিয়ন
পরিষদের অনুকূলে বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ’র চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ইউপি চেয়ারম্যানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতি ইউনিয়নের বরাদ্দ
থেকে ১-৩ টন পর্যন্ত চাল স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র নাম
ভাঙ্গিয়ে রেখে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যানরা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একাধিক ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করে বলেন,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি ইউনিয়নে বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দ করা হয়। বরাদ্দ
অনুযায়ী দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের জন্য ¯িøপ বিতরণও করা হয়।
তবে
ইউনিয়ন পরিষদের অনূকূলে যে পরিমাণ চাল বরাদ্দ হয়েছে সেই পরিমাণ চাল খাদ্য গুদাম
থেকে উত্তোলণ করা সম্ভব হয়নি। ইউএনও ও খাদ্য কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্যের নাম
ব্যবহার করে প্রতি ইউনিয়ন থেকে ১-৩ টন পর্যন্ত চাল সরকারি গুদামে রেখে দিয়েছেন।
ফলে অনেক ¯িøপ বিতরণ করেও তা ফেরত আনতে হয়েছে। অভিযোগ করে তারা আরও বলেন,
সরকারি কর্মকর্তারা যেহেতু সংসদ সদস্যের নাম ব্যবহার করেছে তাই সত্যতা যাচাই
না করেই কর্মকর্তাদের কথামত ইউনিয়নের নামে বরাদ্দকৃত চালের একটি বৃহত অংশ রেখে
আসতে হয়েছে।
এবিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা শেখ শিহাব উদ্দিন জানান, প্রতি
ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ অনুযায়ী চাল দেওয়া হয়েছে। এবিষয়ে জানতে উপজেলা
খাদ্য নিয়ন্ত্রক অশোক কুমারের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন
রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু
আবদুল্লাহ খান জানান, কোন ইউপি চেয়ারম্যান যদি এমন অভিযোগ করে থাকেন তা
সঠিক নয়। প্রতিটা ইউনিয়নে চাহিদা অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে।
কোন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার কাছে অভিযোগ দেয়নি।
শামীম আহমেদ
বরিশাল,