শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ
পটুয়াখালীতে পরকিয়া প্রেমের জেরে প্রেমিক আবু জাফর মােল্লা (৬৫) কে হত্যার অভিযােগে প্রেমিকা রুনা বেগম (৪০) ও তার স্বামী ফয়জর মােল্লা (৫০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
(২৭’মার্চ-.২৪ইং) তারিখ দুপুরে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
বুধবার রাত নয়টায় বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন। পুলিশ সুত্রে, গত (১২-মার্চ-২৪ ইং) তারিখ কেশবপুর গ্রামে একটি মাঠের মধ্যে আবু জাফর মাল্লা (৬৫) নামের এক বৃদ্ধর মৃতদেহ পাওয়া যায়।
পরে নিহত আবু জাফর মােল্লার ছেলে কবির মোল্লা বাদী হয়ে অজ্ঞাত আসামীদর বিরুদ্ধ একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পরে প্রযুক্তি ও সার্সের মাধ্যমে ফয়জর মোল্লা ও তার স্ত্রী রুনা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে বলেন, জাফর মােল্লার সাথে রুনা বেগমের দীর্ঘদিন ধরে পরকিয়ার সম্পর্ক ছিলাে। বিষয়টি তার স্বামী জেনে যাওয়ায় পূর্বপরিকল্পিভাবে ১২ মার্চ বাড়ির পিছনে তারা জাফর মোল্লাকে হত্যা করে