সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ’ ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল ‎বরিশালে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পন্ন ‎ কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল আমীর খসরু: বলেছেন, আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আহবায়ক সজল, সদস্য সচিব কালা।।কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কলাপাড়ায় ৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত অপর দুই ভাইয়ের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জলবায়ু সুশাসন শক্তিশালী করণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের আট দফা দাবিতে সংবাদ সম্মেলন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকদের ধর্মঘট
পটুয়াখালীর দুমকিতে বন্ধ হয়নি নিবন্ধন হীন নিউ লাইফ ডায়াগোনাস্টিক সেন্টার

পটুয়াখালীর দুমকিতে বন্ধ হয়নি নিবন্ধন হীন নিউ লাইফ ডায়াগোনাস্টিক সেন্টার

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় বন্ধ হয়নি লাইসেন্স বিহিন অবৈধ প্রাইভেট হাসপাতাল নিউ লাইফ ডায়াগোনাস্টিক সেন্টার। জেলা স্বাস্থ্য বিভাগ পরিচালিত বিশেষ অভিযানে ১০টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগোনাস্টিক সেন্টারের মধ্যে মাত্র ৩টি ডায়াগোনাস্টিক সেন্টারের হালনাগাদ লাইসেন্স পাওয়া গেলেও রহস্যজনক কারণে বাকী ৭টি অবৈধ ডায়াগোনাস্টিক সেন্টার বন্ধ করা হয়নি।

অভিযোগ ওঠার পরেও, তদন্ত টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দু’একজন ওইসব অবৈধ ডায়াগোনাস্টিক সেন্টার কাম প্রাইভেট হাসপাতাল ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার পাশাপাশি আর্থিক লেনদেনে ম্যানেজ হওয়ায় অভিযুক্তরা বহাল আছেন।

এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, স্বাস্থ্য সেবার নামে সারাদেশে গড়ে ওঠা অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগোনাস্টিক সেন্টারের অপচিকিৎসা বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী জেলা সিভিল সার্জন গঠিত ৩সদস্যের তদন্ত টিমের সরেজমিন পরিদর্শণে ১০টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগোনাস্টিক সেন্টারের মধ্যে গ্রীণ স্কয়ার হাসপাতাল, সুরক্ষা জেনারেল হাসপাতাল ও লেবুখালী ইসলামিয়া ডায়াগোনাস্টিক সেন্টারের হালনাগাদ লাইসেন্স পেয়েছেন কতৃপক্ষ।

বাকি ৭টি প্রতিষ্ঠানের লাইসেন্সসহ নানা ত্রুটি ধরা পড়লেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি কতৃপক্ষ। বরং দায়সারা প্রতিবেদনে তাদের প্রশ্রয় দিয়েছেন। বিশেষত: স্বাস্থ্য ক্যাডারের ৩জন সনামধন্য চিকিৎসকের নামে-বেনামের মালিকানাধীন লাইসেন্স বিহীন নিউ লাইফ মেডিকেল সার্ভিসেস ও সুরক্ষা মেডিকেল সার্ভিসেস পরিদর্শণকালে বন্ধ ছিল বলে প্রতিবেদনের মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে। অপর দিকে একই প্রতিবেদনে বন্ধ থাকা প্রতিষ্ঠান দু’টির পরিবেশগত ছাড়পত্র, পরমানু কমিশন ও ফায়ার সার্ভিস ছাড়পত্রের কলাম তিনটিতে ‘আছে’ ‘আছে’ আছে’ উল্লেখ করলেন কিভাবে? প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান দু’টোর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এমন দায়সারা প্রতিবেদনের মাধ্যমে বাঁচানোর অপচেষ্টা বলে ধারণা স্থানীয়দের।

এবিষয়ে কথা বলতে অনিহা প্রকাশ করে তদন্ত টিম প্রধান ডাঃ আবিদ হাসান ঘটনার বিবরনে বলেন, উর্ধতন কতৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

ব্যবস্থা নেয়ার এখতিয়ার উর্ধতন কতৃপক্ষের। অবৈধ ডায়াগনিস্টক সেন্টারের ব্যবসায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন এমন প্রশ্ন সরাসরি অস্বীকার করে বলেন, এগুলো আজগুবি খবর। এবিষয়ে জানতে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টা থকে ২টা পর্যন্ত পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান’র টেলিফোন নম্বরে এবং ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করা হলেও ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD