রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
মাহবুব শিকদার গলাচিপা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খোকা বেপারীর ছেলে মামুন ব্যাপারী (২৬) শুক্রবার সন্ধ্যা আনুমান ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চর বিশ্বাস বুধবারিয়া বাজারে মিজান গাজীর টেইলার্সের সামনের থেকে ব্লাক কালার একটি রোহিঙ্গা প্লাটিনা গাড়ির ছিটের নিচ থেকে স্থানীয় লোকদের উপস্থিতিতে হোন্ডা ড্রাইভার মামনের স্বীকারোক্তিতে ১২০পিছ ইয়াবা ট্যাবলেট ও গাড়িসহ মামুনকে আটক করে চরশিবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোক্তার হোসেন, আটককৃত মামুনকে হোন্ডা সহ করে চর শিবা পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে রাখেন, পরে মামুন কে ১৩/১/ ২০২৪ ইং রোজ শনিবার গলাচিপা থানা পুলিশ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করেন, আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।