শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, নিহত ৪

উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, নিহত ৪

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেসের ৫টি বগি লাইনচ্যুত হয়ে নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রেনটির প্রায় দুই শতাধিক যাত্রী। 

রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই দুর্ঘটনা কবলিত হয় ট্রেনটি। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হয়ে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি ছিটকে মনছড়া ব্রিজের নিচে পড়ে যায়। আর দু’টি বগি পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি সাতটি অ্যাম্বুলেন্সে করে আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। 

পুলিশ সুপার (এসপি) মো. শাহজালাল ঘটনাস্থলে থেকে জানান, এখন পর্যন্ত ৪ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি। উদ্ধার কাজ এখনো চলছে।

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. নূরুল হক জানান, এখন পর্যন্ত এ হাসপাতালে নারীসহ ৪ জনের মরদেহ আনা হয়েছে। আহতাবস্থায় ভর্তি রয়েছে আরও ৬০ জন।
  
এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করছেন।

কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, হতাহতদের উদ্ধার করে কুলাউড়া এবং মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্লিপার ভেঙে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এর আগে সিলেট রেলওয়ে স্টেশনের জিআরপি থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাংলানিউজকে জানিয়েছিলেন, ঘটনাস্থলে কুলাউড়া জিআরপি পুলিশ, দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরেই জিআরপি পুলিশ, দমকল বাহিনী ছাড়াও কুলাউড়ার বিভিন্ন হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসেছে। এছাড়া একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টায় সিলেট রেলওয়ে স্টেশন ছাড়ে। পথিমধ্যে মাইজগাঁওয়ে ট্রেনটি থামে। এরপর ভাটেরা, বরমচাল স্টেশন ছেড়ে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD