সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
‎খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায়  নবাগত শিক্ষক-কর্মচারীর যোগদান অনুষ্ঠান কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১ কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট-ব্যানারের ছড়াছড়ি, সর্বত্র উৎসবের আমেজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট-ব্যানারের ছড়াছড়ি, সর্বত্র উৎসবের আমেজ

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার, লিফলেট, ব্যানারের ছড়াছড়ি দেখা গেছে উপজেলার সকল ইউনিয়ন ও শহরে। এতে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী মাঠ পর্যবেক্ষণে এ চিত্র উঠে এসেছে। দ্বাদশ জাতীয় সংসদ ঘিরে উপকূলীয় উপজেলা গলাচিপার সর্বত্র ব্যাপক উৎসব উদ্দীপনা বিরাজ করছে। বাঙালী জাতি হিসেবে উৎসব প্রিয় জাতি। যেকোন একটা উপলক্ষ পেলেই মেতে উঠে আনন্দ-উল্লাসে।

এই আনন্দের কারণেই হয়তো শত অভাব অনটনের মধ্যে থেকেও গ্যালারিতে বসে বলে উঠতে পারি ‘হাউজ দ্যাট’। আবার প্রতিহিংসার বিপরীতে দাঁড়িয়ে গর্জে উঠে বলতে পারি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে বাঙালী জাতি পেয়ে গেছে এমনই একটি উৎসব। এ উৎসব এখন ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে, হাট-বাজারের চায়ের দোকান পর্যন্ত। ‘ভোট’ নামক এ উৎসবে রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রম ও পেশাজীবী সংগঠনের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও শামিল হচ্ছে আলোচনায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দোকানে চলছে ভোটের আলাপ। যে কারণে পুরো উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। মিছিল মিটিং, কেন্দ্র কমিটি গঠন, মহিলা সমাবেশ, উঠান বৈঠক কি নেই কর্মসূচীতে। ঘরে ঘরে গিয়ে ভোটও চাওয়া হচ্ছে।

সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই ভোটের কথা। বিগত বছরে সরকার কি কি উন্নয়ন করেছে, কেমন ছিল এলাকার সাধারণ মানুষ, জীবন যাত্রার মানের উন্নয়ন হয়েছে কিনা এসবই এখন আলোচনার বিষয়। ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে। প্রার্থীদের দম ফেলানোর একটু ফসরৎ নেই। মাঠ চষে বেড়াচ্ছন সকল প্রার্থীরা। সাধারণ মানুষের ভোটকে নিজের পক্ষে নিতে দিচ্ছেন বিভিন্ন ধরণের আশ্বাস। বিশেষ করে উপজেলার উন্নয়নের কথাই বলছেন তারা। পোস্টার, ব্যানার, লিফলেট দেখে শিশু ও বৃদ্ধরাও শামিল হচ্ছেন এই আনন্দে। উপজেলার সর্বত্র আনন্দের বন্যা বইছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা, স্বতন্ত্রী প্রার্থী ঈগল মার্কার আবুল হোসেন, জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল মার্কার প্রার্থী মো. নজরুল ইসলাম, এছাড়া এ ওয়াই এম কামরুল ইসলাম টেলিভিশন, মো. ছাইফুর রহমান আম ও মো. নুরে আলম একতারা মার্কা নিয়ে লড়ছেন। এ আসনে ছয়জন প্রার্থীই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD