শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন
পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় মিথিলায় আমন ধান, শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সহ¯্রাধিক কৃষক এখন তাদের লাগানো ফসল নিয়ে চিন্তিত। বৃষ্টি ও ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাচা, পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪ হাজার ৫০০ হেক্টর আমন ধানের ভিতরে প্রায় ৪ শত ৫০ হেক্টর আমন ধান, প্রায় ৩০ হেক্টর জমিতে সবজি ও প্রায় ২৫ সেক্টর জমিতে খেসারি ডাল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ১ হাজার ১২ শত কৃষক ঘূর্ণিঝড়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরি গ্রামের কৃষক আনোয়ার হাওলাদার জানান, তিনি তিন একর জমিতে লোকাল আমন ধান চাষ করেছে তার ভিতরে ৩৩ শতাংশ আমল ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার মাগুরা গ্রামের সবজি কৃষক নাজির হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজির অর্ধেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি পাকা ধান কেটে নেওয়ার জন্য। এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আবারও বীজ বিতরণ করা হবে। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন ইউনিয়নের কৃষকদের পাশে দাঁড়িয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। আশা করি এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব।