রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
মোঃ নাসির উদ্দিন প্রতিনিধিঃ বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং জনগণ এই দেশের মালিক।এ মূলমন্ত্রের ভিত্তিতেই কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানে গলাচিপা থানা আয়োজনে ৪ নভেম্বর শনিবার সকাল দশটায় গলাচিপা থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। বেলা এগারোটার দিকে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ইং অনুষ্ঠিত হয়।
অনুষ্টানের সভাপতিত্ব করেন গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ শোণিত কুমার গায়েন। প্রধান অথিতি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল, বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, গলাচিপা -দশমিনা সার্কেল মোর্শের তোহা, সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ নাসিম, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া মিতু, রেজা, গলাচিপা ব্যাবসায়ী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য হাজী মোহাম্মদ শাহজাহান সহ আরো অনেকে।
এছাড়া,গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন সুধীমহল, প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক।