রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
অনলাইন ডেক্স: খাগড়াছড়ির মাটিরাঙ্গার অযোধ্যা এলাকায় ফেনী নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যায় ফেনী নদীতে শিকল দিয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফেনী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।