শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেক্স: দীর্ঘ পাঁচ বছর পর পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক মেহেদী হাসান শামীম ও সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ ২১ জনকে দায়িত্ব দিয়ে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তথ্য জমা দিতে বলা হয়েছে।
এদিকে দীর্ঘ বছর পর ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা মনে করছেন, কমিটি দেওয়ায় বিএনপির আগামীর রাজনৈতিক আন্দোলন আরও বেগবান হবে।
জানা গেছে, কমিটির খুশিতে পটুয়াখালী জেলার মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করছেন ছাত্রদলের কর্মীরা।