শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: গাজীপুরের টঙ্গী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সোমবার (২৭ আগস্ট) র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনির হোসেন (৩২), মো. আল আমিন (২৮), মো. রনি (২৪), মো. সাখাওয়াত (৪৩), মো. রতন শেখ (৩০), মো. মোর্শেদ (২৫), মো. ইসরাফিল মল্লিক (৩৩) ও মো. সাইফুল ইসলাম (২২)। অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছয়টি চাকু, দুটি খুর, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
পারভেজ রানা জানান, রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী বাজার আশরাফ গেট এলাকার ফরিদ খান প্লাজা মার্কেটের মেসার্স এম আর ট্রেডার্স নামে দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ছিনতাইকারী দলের এ সদস্যরা দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন।
র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী, মোটরসাইকেল আরোহীদের মারধর ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, ব্যাটারিচালিত রিকশা, টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিলেন।
তাদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।