সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুয়াকাটায় আলোচনা সভা ও দোয়ামিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট (রবিবার) শেষ বিকেলে হোটেল বনানী প্যালেস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিূুল আলম,মো: মঞ্জরুল ইসলাম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম, সদস্য অব.বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুর রহমান মিলন , সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল, জেলা পরিসদ সদস্য ফিরোজ সিকদার, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট, কলাপাড়া উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসহাক শেখ, কুয়াকাটা পৌর কাউন্সিলর মোঃ মজিবর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি। সভায় কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।