শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয় বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে
পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদের আদলে যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশন

পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদের আদলে যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশন

Sharing is caring!

পটুয়াখালী: নদী মাতৃক বরিশাল অঞ্চলে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনায় যুব অংশগ্রহণ’’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সংসদের রীতিনীতি মেনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় যুব ছায়া সংসদের অধিবেশন।বুধবার (২৬ জুলাই) সকালে পটুয়াখালী জেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক পুষ্টি সংস্থা গেইন এর সহায়তায়, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও স্থানীয় যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সহযোগিতায় বাংলাদেশ যুব ছায়া সংসদ বরিশাল বিভাগীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

এর আগে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধিতে রযালী অনুষ্ঠিত হয়েছে। যুব ছায়া সংসদের আঞ্চলিক অধিবেশনের স্পিকার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পদে প্রকৃতি দায়িত্ব পালন করেন আদনান হাবিব খান, বিরোধী দলীয় নেতার পদে শাওন হাসান, খাদ্য মন্ত্রীর পদে মোঃ হাসিবুর রহমান, বিরোধী দলীয় উপনেতার পদে রুবাইয়াত হকসহ বিভিন্ন আসনে তরুণরা স্থানীয় সংসদ সদস্যদের প্রতিকী দায়িত্ব নিয়ে পটুয়াখালী-৩ আসনে আইয়ুব খান, পটুয়াখালী-০৪ এ মোঃ শাহিন খান, সংরক্ষিত নারী আসন ২৯ এ জান্নাতুল জান্নাত, ১৫ এ ফারিয়া রিয়া, ১৯ এ ফারহানা আক্তার জলি জোড়ালো বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুল ইসলাম, সমাজ সেবিকা ও নারী নেত্রী আয়েশা হুমায়রা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কমকর্তা খায়রুল ইসলাম মল্লিক, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও সহ আয়োজক সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কেএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, যুুবদের মধ্যে নেতৃত্ব বিকাশ, গনতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদনা সৃষ্টির উদ্দেশ্যে মহান জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরিশাল বিভাগের ২১ টি আসন থেকে ২১ জন শিক্ষার্থী এই বাংলাদেশ যুব ছায়া সংসদের বিভাগীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD