সোমবার, ০৭ Jul ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন ডেক্স: রাজবাড়ী জেলার পাংশায় একটি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ অস্ত্র বানানোর কারিগর মো. সজিব মণ্ডলকে (২১) গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
রোববার (২ জুলাই) রাতে পাংশা থানার এসআই মো. মিজানুর রহমান অভিযান চালিয়ে উপজেলার সরিষা ইউপির জাগীর বাগলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার সজীব মণ্ডল ইউনিয়নের জাগীর বাগলী গ্রামের মো. সেলিম মণ্ডলের ছেলে।
অস্ত্র বানানোর কারিগরকে গ্রেপ্তারের বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সজীব নিজে দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রি করতো। তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।