সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১০ টার দিকে উপজেলার চাকামইয়া ইউপির কাঁঠালপাড়া গ্রামে গৃহবধূর শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তরুণী মহিমা আক্তার (১৯) ওই গ্রামের রিয়াজ বেগের স্ত্রী। পুলিশ জানায়, ১০ মাস আগে পারিবারিক ভাবে রিয়াজ ও মহিমার বিবাহ সম্পন্ন হয়। তবে পিত্রালয়ে যাওয়া নিয়ে স্বামীর সাথে মনমালিন্য সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমানে আত্নহত্যা করেছে তরুণী।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট পেলে মৃতুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি ইউডি মামলা নেয়া হয়েছে।