সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশের অভিযানে কবির হোসেন খান (৩৬) ও কালাম ফকির (৩০) নামের দুই মাদক ব্যাবসায়ীকে ২ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। বুধবার (২৬-এপ্রিল-২০২৩ ইং) তারিখ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করে পুলিশ । এসময় আটকৃতদের নিকট হইতে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, আটককৃত কবির হোসেন খান বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে এবং কালাম ফকির কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের বাসিন্দা । এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, আটকৃত মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।