সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধিঃ “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ২রা মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম। এসময় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচব কর্মকর্তা বরিশাল জেলা বির্বাচন কর্মকর্তা বরিশাল নুরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, নির্বাচন কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধান এবং নতুন ভোটারা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ভোটার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সেখানে ভোটার তালিকা হালনাগাদ কাজে নিয়োজিত শ্রেষ্ঠ তথ্য সংগ্রহকারী ও টিম লিডার কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নতুন ভোটারদের মাঝে ভোটার আইডি কার্ড হস্তান্তর ও কর্মকর্তাদের ভোটার আইডি কার্ড হস্তান্তর করা হয়।