মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বঙ্গোগসাগরে ঘূর্নিঝড় মোন্থা,পায়রা বন্দরে ০২ নম্বর হুশিয়ারী সংকেত মহিপুরে রাখাইন শিশুদের অংশগ্রহণে বাতিঘর’র বৃক্ষ রোপণ বাউফলে বিএনপি নেতা তসলিম তালুকদারের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ গণ ধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ ময়নাতদন্ত রিপোর্টে আঘাতের চিহ্ন না থাকলেও আদালতে হত্যা মামলায় চার্জশিট গলাচিপায় ৬ পরিবার ভিটে বাড়ি ছাড়া নগরীতে প্রবাসী স্ত্রীর জমি দখলে প্রতিপক্ষ মরিয়া বসতঘর ভাঙচুর ও লুটের অভিযোগে মামলা বাংলাদেশ বানীর শ্রেষ্ঠ প্রতিনিধি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির পরিচিতি সভা হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অপসারনের দাবিতে পর্যটন ব্যবসায়ীদের মানববন্ধন নারায়নগঞ্জের আলোচিত হ/ত্যা মামলর আসামি ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ মহিপুরে বরফ কলের বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ ২০ নানা আয়োজনে কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত কলাপাড়ায় খাল পুনরুদ্ধারে বেলার উদ্যোগ। অংশীজনদের মতবিনিময়
প্রতিবাদে উত্তাল বরিশাল

প্রতিবাদে উত্তাল বরিশাল

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনে নামে সাংবাদিক হয়রানি বন্ধ ও সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির প্রতিবাদে উত্তাল হয়েছে বরিশাল। সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শত মানুষের অংশগ্রহণে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল প্রেসক্লাবের সামনে বরিশালের সাংবাদিক, লেখক,শিক্ষক, সংস্কৃতি কর্মী ও নগরীক সমাজের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বরিশাল প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবেশ আন্দোলন, সম্মিলিত নাগরিক পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিএম কলেজ শিক্ষক পরিষদ, বাসদ, জাতীয় পার্টি, মহানগর যুবদল নেতারা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীসহ বেসরকারি উন্নয়ন সংস্থা ও শিক্ষক সহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাশেদ বাপ্পি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, দেশ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান বিধান সরকার, নিউজ ২৪ ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরন,চ্যানেল ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, দিপ্ত টিভির ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল, বাংলা ভিশন টেলিভিশনের শাহীন হাসান, মাই টিভির ব্যুরো প্রধান পারভেজ রাসেল, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান মাইনুল ইসলাম সবুজ, বনিক বার্তার ব্যুরো প্রধান এম মিরাজ, ঢাকা পোস্টের ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান তন্ময় তপু, মতাবাদের সাব নিউজ এডিটর আল আমিন জুয়েল,বিজয় টেলিভিশনের ব্যুরো প্রধান আরিফ হোসেন, বাংলাদেশ টুডের ব্যুরো প্রধান জিহাদ রানা, এস এ টিভির ব্যুরো প্রধান মুজিব ফয়সাল, ভিডিও জার্নালিস্ট রুহুল আমিন, শফিক, আবুল বাসার, লিটন, শাহীন সুমন,কামাল, আনিসুর রহমান, ফটো সাংবাদিক শামীম আহমেদ, সাইয়ান, খান মনিরুজ্জামান, রেদোয়ান রানা, জুয়েল আহমেদ, রাতুল আহমেদ, এন আমিন রাসেল সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকার সংবাদিক ও ফটো সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশকে হয়রানি বন্ধ করাসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবি জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে নামে সাংবাদিক হয়রানি বন্ধ সহ আইটি বাতিলের দাবিও জানানো হয়।

এ সময় একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, বাসদের সদস্য সচীব মনিষা চক্রবর্তী, বেলার বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বাইন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলির সদস্য শুভঙ্কর চক্রবর্তী, সম্মিলিত নাগরিক পরিষদের সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য ও হিন্দু ধর্মী কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, ক্যাবের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল জেলার সভাপতি কাজী আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান, ছাত্র কাউন্সিলের হুজাইফা রহমান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রচার করায় ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD