সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীতে মোহাম্মদ রুহুল আমিন(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার হকতুল্লাহ গ্রামের নাসির প্যাদার বসত ঘরের পশ্চিম পাশের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। রহুল আমিন উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লাহ গ্রামের মৃত আলতাফ প্যাদার ছেলে। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিদর্শক মোহা: আব্দুস ছাত্তর জানান,রুহুল আমিন অবৈধ মাদক দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুহুল আমিনকে মঙ্গলবাল পটুয়াখালী কোর্টে প্ররণ করা হয়েছে।