মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
‎ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দের ঘন্টা পর বরিশাল – কুয়াকাটা মহাসড়ক ছেড়ে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন মহিপুরে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ অবশেষে বদলি পটুয়াখালীর জেলা প্রশাসক ‎খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায়  নবাগত শিক্ষক-কর্মচারীর যোগদান অনুষ্ঠান কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১ কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান
গলাচিপায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি

গলাচিপায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় মামলা করায় বাদীকে প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব গোলখালী গ্রামে তালুকদার বাড়িতে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গলাচিপা থানায় মামলা দায়ের করায় বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা।

মামলার বাদী মৃত. মোশারেফ তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৫২) জানান, আমার স্ত্রী সফুরা বেগম সহ আমার মেয়েদেরকে মারধর করে প্রতিপক্ষরা। এতে আমার স্ত্রীর কানের লুতরি ছিড়ে যায় যাতে ১০টি সেলাই লাগে। আমি বিচারের আশায় গলাচিপা থানায় একটি মামলা করি। যার মামলা নম্বর ০২, তারিখ- ০২/০১/২০২৩। প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় মামলার আসামী মো. অলি তালুকদার সহ অন্যান্য আসামীরা আমাকে মামলা তুলে নিতে হুমকি, চাপ প্রয়োগ ও হত্যার ভয় দেখাচ্ছে। আমি আসামীদের ভয়ে এখন ঘরে থাকতে পারি না।

বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছি। অথচ আসামীরা এলাকায় বুক ফুলিয়ে হাঁটছে। আমি আইনের কাছে আমার স্ত্রী-সন্তানদের মারধরের ন্যায় বিচার কামনা করছি। এ বিষয়ে আসামী অলি তালুকদারের কাছে জানার জন্য যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। মামলা সূত্রে জানা যায়, আসামীরা পরস্পর একই একদলীয় অশ্রাব্য, বেয়াদব, সন্ত্রাসী, অপরের জমি লুন্টনকারী, বেজাহানী ও খুনি প্রকৃতির লোক বটে।

আসামীগণ স্থানীয় সালিশ ব্যবস্থা ও দেশের প্রচলিত আইন কানুন কিছুই মানে না। আসামীগণ গায়ের জোরে সবকিছু করিয়া বেড়ায়। আসামীগণ চরম বেয়াদব ও অশ্রাব্য হওয়ার কারনে এলাকার সাধারণ মানুষ আসামীগণের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এক কথায় বলা যায় আসামীগণ এলাকার ত্রাস। বিবাদীগণের সাথে পূর্ব থেকেই ওয়ারিশি সম্পত্তি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জেরে গত ৩১/১২/২০২২ ইং তারিখ রোজ শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে আসামীরা পরস্পর একত্রিত হয়ে দাও, লাঠি, লোহার রড ইত্যাদি নিয়ে বাদীর স্ত্রী সফুরা বেগম (৩৮), মেয়ে মোসা. সাবিনা বেগম (১৪), মোসা. সোনিয়া বেগমের উপর অতর্কিত আক্রমণ করে এবং এলোপাথারীভাবে মারধর করে। আসামীরা সফুরা বেগম, সাবিনা বেগম ও সোনিয়া বেগমকে মারধরসহ শ্লীলতার হানি ঘটায়। তাদের গায়ে মাথার কাপড় টেনে ছিড়ে ফেলে।

এ সময় আসামীরা সুফরা বেগমের কানে থাকা ৮ আনা ওজনের ২টি স্বর্ণের রিং টেনে নিলে তার কান ছিড়ে যায়। সোনিয়া বেগমের গলায় থাকা ১২ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন ও ৩ রত্তি ওজনের স্বর্ণের নাকফুল টেনে ছিনিয়া নিয়ে যায়। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আসামীদের হাত থেকে বাঁচার জন্য ভিকটিম সফুরা বেগম, সাবিনা বেগম ও সোনিয়া বেগম প্রশাসনসহ সকলের সদয় দৃষ্টি কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD