মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালের উজিরপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. মুয়ান মল্লিক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বরে) সকালে পুকুরের পানিতে পরে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে।
মো. মুয়ান মল্লিক উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামের মো. মিলন মল্লিকের ছেলে।
শিশুটির স্বজনরা জানান, ঘরের পাশের পুকুরে অসাবধানতাবশত শিশুটি পরে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুরে পানিতে ভাসতে দেখে পরে সেখান থেকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এমন খবর পেয়েছি।