সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেক্স: নওগাঁয় অস্ত্র ও মাদকসহ মোহাম্মদ আলী (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আটক আলী নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৭ ডিসেম্বর) রাতে নওগাঁ সদর উপজেলার সাহাপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মোহাম্মদ আলীকে আটক করা হয়। এছাড়া তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন, চার পুরিয়া গাঁজা, দুইটি ছুরি, একটি রামদা, দুটি মোবাইল, দুইটি কাটার এবং ১০টি লাইটার জব্দ করা হয়। আটকের পর তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আটক আলীর নামে র্যাব বাদী হয়ে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে। রোববার সকালে আদালতের মাধ্যমে আলাকে কারাগারে পাঠানো হয়েছে।