বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ দরবার হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক।
নেছার উদ্দিন আহমেদ টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। এসময় হয় উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসসহ বিভিন্ন ইউনিয়নের পরিষদের সচিব ও গনমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।