শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয় বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে
উজিরপুরে সরকারি ভিপি জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী,সহ আহত-৪

উজিরপুরে সরকারি ভিপি জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী,সহ আহত-৪

smart

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নারী,সহ ৪ জনকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন মাদার্শী গ্ৰামের ইকবাল হাওলাদার গংদের সাথে পার্শ্ববর্তী বাড়ির মোশারফ সরদার গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় মিলন হাওলাদার, মোশারফ সরদার,রাকিব সরদার,জালাল হাওলাদার,কালাম,রহমান,আল আমিন,সুমন,ইব্রাহিম মিলে বসতবাড়ির সামনে সরকারি ভিপি সম্পত্তিতে রাতের আধারে ঘর উঠানো বাধা দেওয়া মো.ইকবাল হাওলাদার,জেসমিন বেগম,মো.মেহেদী হাসান রাকিব,মো.সাকিব হাওলাদার কে পরকল্পিত প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতদেরকে স্হানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

হামলার ঘটনায় আহত জেসমিন বেগম বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আহত জেসমিন বেগম জানান, তাদেরকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করে এবং গলাটিপে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছে ওই সন্ত্রাসীরা।

তিনি আরো বলেন মিলন হাওলাদারের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে এবং সে বিভিন্ন কূকর্মের সাথে জড়িত রয়েছে। এছাড়াও মারধর করে অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। অভিযুক্ত মোশারফ সরদার জানান, তারা সকলে মিলে আমাদের সম্পত্তি দখল করতে আসেন। সম্পত্তির মালিক আমরা, আমাদের কাগজ আছে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি , তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD