মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৩৪ লিটার চোলাই মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার মহিপুর থানা পুলিশের অভিযানে কুয়াকাটা পৌরসভার কেরানীপাড়া রাখাইন পল্লীর ‘রাখাইন ইন’ আবাসিক হোটেল থেকে হেমাতি (৪১) কে ৩৪ লিটার চোলাই মদসহ আটক করা হয়। হেমাতি কুয়াকাটা কেরানীপাড়ার বাসিন্দা মংচোহেন মঞ্জু স্ত্রী।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।