বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গীকার, থাকবো না কেউ বেকার, দাবি মোদের একটাই শুন্য পদে নিয়োগ চাই, কেন শিক্ষক নিয়োগ বাড়ানো হবে না শিক্ষা সচিব জবাব চাই এমন শ্লোগানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পটুয়াখালীর প্রাথ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০২০ এর চাকরি প্রত্যাশা বৃন্দরা।
বুধবার বেলা ১২.৩০ মিনিটের সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ের সামনে শতাধিক চাকরি প্রত্যাশাবৃন্দরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় চাকরি প্রত্যাশা বৃন্দরা বলেন, প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ -২০২০- এ (পদ সংখ্যা) বৃদ্ধি চাই,বিবিসির বিদায়ী সাক্ষাৎকারে ৫৮ হাজার সংখ্যা নিয়োগ চাই।
কেননা পরিচালিত নিয়ম অনুযায়ী মোট ভাইভা প্রার্থীর প্রতি ৩ জনের ১ জন প্রার্থীকে শূন্য পদ থাকা সাপেক্ষে সর্বোচ্চ নিয়োগ দিতে হবে বলে দাবি জানান। পরে বিক্ষোভ ও মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় চাকরি প্রত্যাশা বৃন্দরা তাদের ক্ষতিগ্রস্ত জীবন যাপনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক নিয়োগ পদ সংখ্যা বৃদ্ধির দাবি জানান।