মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালের হিজলা উপজেলায় অটোরিকশাচাপায় আশরাফুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আশরাফুল উপজেলার খুন্না গবিন্দপুর এলাকার মৃত ছত্তার সরদারের ছেলে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, অটোরিকশাচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মা চিকিৎসাধীন। স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে শিশুর বাড়ি। সেখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মায়ের কাছে আসার সময় এ দুর্ঘটনা ঘটে