বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে ৬৫৫ পিচ ইয়াবা সহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার শেষ রাতে মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।
আটককৃত রহিমা বেগম (৩৭) ও খোদেজা (৩২) দুই আপন বোন উত্তর নুনিয়া ছড়া কক্সবাজারের বাসিন্দা। তাঁরা দীর্ঘদিন কুয়াকাটা এলাকায় থেকে ইয়াবার ব্যবসা পরিচালনা করেন বলে জানায় পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে আলীপুর চানমিয়া নামের এক ব্যাক্তির বাসায় ভাড়া থেকে দুই বোন কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে। পরে আমাদের একটি টিম রাতে অভিযান চালিয়ে তাদেরকে ৬৫৫ পিচ ইয়াবা সহ আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।