মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: শিবগঞ্জে ছাদের পানি পড়ার ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খুন হওয়া ব্যক্তি হলেন জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়গপুর গ্রামের মোফাজুল হকের ছেলে রুহুল বমিন মাস্টার (৭০)ঘটনাটি ঘটেছে ২সেপ্টেম্বর শুক্রবার বিকালে। প্রত্যক্ষ দর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে শুক্রবার বিকালে বৃষ্টির সময় বড় ভাই রুহিল আমিন মাস্টারের বাড়ির ছাদের পানি ছোট ভাই মোজাম্মেল হকের জমিতে পড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই রুহুল বমিন মাস্টার গুরুতর আহত হয়।
এ সময় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাবার পথে মারা যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইননুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।