বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় পৌণে ৬ লাখ টাকার ১ হাজার ৭’শ ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার গভীর রাতে সোনামসজিদ বিওপির বালিয়াদিঘী এলাকায় এ অভিযান চালানো হয়।
শনিবার দুপুরে ৫৯ বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গভীর রাতে সীমান্ত পিলার ১৮৫/১০-এস হতে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭’শ ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭৩ হাজার ৩’শ টাকা।