বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী: দীর্ঘ আড়াই বছর পর পটুয়াখালী পৌর আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী মনু কে বর্তমান কমিটিতে ৪ নম্বর সদস্য হিসেবে রাখায় ক্ষোভে এবং অভিমানে শুক্রবার রাত ১ টার দিকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।
শনিবার দুপুরে মনিরুজ্জামান চৌধুরীর ভাই এর দুই মেয়ে সিনথিয়া সাবরিন মৌ-এর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এ নিয়ে পোস্ট করলে বিষয়টি আলোচনায় আসে। তার সঙ্গে সরাসরি কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে বর্তমানে তিনি সুস্থ আছেন। মনিরুজ্জামান চৌধুরীর বড় ভাইর মেয়ে সিনথিয়া সাবরিন মৌ তার ফেইসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিন পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীতে ও দু দুইবার পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক ত্যাগী কর্মী হিসেবে পরিচিত মনিরুজ্জামান চৌধুরী ( মনু) কে বর্তমান পৌর কমিটিতে তাকে ৪নং সাধারন সদস্য বানানোর কস্টে রাত ১ঘটিকার সময় আত্মহত্যার চেষ্টা করে পরিবারের লোকজন তাকে রক্ষা করে।
গত শুক্রবার সকাল পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নানের যৌথ স্বাক্ষরে ২০২০-২০২২ মেয়াদে পটুয়াখালী পৌর আওয়ামীলীগের কমিটি প্রকাশিত হয়। তবে কমিটি অনুমোদনে স্বাক্ষরের তারিখ দেয়া হয় ২৮ জুলাই ২০২২ ইং।
মনিরুজ্জামান চৌধুরীর বড় ভাই শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা ৫ ভাই সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেকে অনেক কিছু পেলেও আমরা কিছুই পাইনি। বিএনপির সরকারের সময় অনেক বার হামলার শিকার হয়েছি। পৌর আওয়ামীলীগে মনিরুজ্জামান একটি পদে ছিল, তাকে সেই পদে না রেখে উল্টো সদস্য করা হলো। তাকে ওই পদে না রেখে কমিটি থেকে বাদ দিয়ে দিত, তাতে কোন সমস্যা ছিল না। কিন্তু এভাবে অপমান করা ঠিক হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. তারিকুজ্জামান মনি বলেন, ‘ মনিরুজ্জামান চৌধুরী আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী, তিনি দীর্ঘ দিন যাবত দলে সক্রিয় থেকে কাজ করছেন। বিগত কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন কমিটিতে তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন কিনা সে বিষয়ে ঠিক বলতে পারছি না। এ বিষয়ে এখনই খোঁজ খবর নিচ্ছি।