বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার  গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো নিঃস্ব ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে বরিশালে চীনের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন
গলাচিপায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

গলাচিপায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স:” শিক্ষা শান্তি প্রগতি, ” শিক্ষা শান্তির মূলনীতি, শিক্ষা জাতীর মেরুদণ্ড ” ইত্যাদি প্রতিপাদ্যের বিষয় হলেও, প্রতিদিন খবরের কাগজ খুল্লে অথবা টেলিভিশনের পর্দায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে অনিয়মের যেন প্রতিযোগীতা চলছে। বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরীকের ভবিষ্যৎ চিন্তা করে প্রতিবছর শিক্ষা খাতে অধিক বাজেট বা অর্থ বরাদ্দ, বিদ্যালেয়র সুশৃঙ্খলা, শিক্ষার গুনগত মান, শিক্ষক নিয়োগ, বিদ্যালেয়র আয় ব্যায় পর্যবেক্ষণ ইত্যাদি বিষয়ে দেখভাল করার জন্য দেশের প্রতিটি বিদ্যালেয় জাতীয় শিক্ষা বোর্ডের অধিনে স্থানীয় অভিভাবক সদস্যদের ভোটাধিকারের মাধ্যমে গভার্নিং বোর্ড এবং ম্যানেজিং কমিটির চুরান্ত করার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত করে থাকেন শিক্ষা বোর্ড।

আর সুযোগটাকে কাজে লাগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনিতির হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠান গুলো মূল মন্ত্র থেকে সরে গিয়ে জরিয়ে পরে অনিয়োম ও দূর্নীতির চাদরে। তার’ই ব্যতিক্রম হয়নি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালেয়র ম্যানেজিং কমিটি তৈরীতেও। বিনা প্রতিদন্দীতা এবং সর্বস্তরের অভিভাবক সমর্থন থাকলেও রাজনৈতিক ও স্বজন পৃতির কারণে ভোটাধিকার ক্ষুন্নিবৃত্তি করে আধারে পকেট কমিটি করে শিক্ষা প্রতিষ্ঠানকে দূর্নীতির আখড়া সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেন পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালেয়র বিনা প্রতিদন্দীতায় অন-আনুষ্ঠিক ভাবে সভাপতি বিজয়ী মোঃ গোলাম সোরয়ার লিটন।

তিনি গণমাধ্যমে আরো জানান, গত ২’ জুন ২০২২ইং তারিখে গলাচিপা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে উমাশিকা/গলা-পটু- ২০২২/৮২২ স্বারকে পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালেয়র সভাপতি মনোনয়ন / নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনার বিষয়ে ২’ জুন মনোনয়ন জমা এবং ২৭ জুন এবং মনোনয়ন এর জমা এবং প্রত্যাহারের শেষ ২’ জুলাই ২০২০ইং প্রঙ্গাপন জারী করেন। আমি নিয়োমানুযায়ী উপজেলা নির্বাহী ও রিটার্নিং কর্মকর্তার বরাবর সভাপতি পদে মনোনয়ন জমা দেই। কিন্তু রাতের আধাঁরে রাজনৈতি প্রভাবে ২’ জুলাই নির্ধারিত তারিখে পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালেয়র সভাকক্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ শীল অদৃশ্য ইশারায় ঐদিন প্রিজাইডিং অফিসার, পুলিশ প্রসাশন ও অভিভাবক ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালেয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন। এখানেই শেষ নয়, ২’জুলাই পরিপূর্ণ নির্বাচন না হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার পুনোরায় ৩’জুলাই নির্বাচনের দিন ধার্য থাকলেও প্রধান শিক্ষক তা আমলে না নিয়ে তিনি তার ইচ্ছামতো কার্যকালাপ করে শান্তিপূর্ণ ও সাধারণ মানুষের ভোটাধিকার কেরে নিয়ে অনিয়ম চালিয়ে আসছেন।

এর পরি প্রেক্ষিতে পুনোরায় ৪’ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সকল ভোটাররা উপস্থিত থাকলেও নির্বাচন থেকে ভোটাররা বঞ্চিত। যার ফলে শিক্ষা সংশ্লিষ্ট অভিভাবক, সুশীল সমাজে সমাচলনার ঝড় বৈছে বলে তিনি আইন আদালতের কাছে দারস্ত হবেন বলে জানান। এবিষয় পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ শীল বলেন, আমি রাজনৈতিক শিকার, প্রতিনিয়ত হুমকি ধামকির মধ্যেই দিন কাটাচ্ছি। আমাকে এস এম শাহাজাদা (এমপি) মহদয় তার ডিও লেটারের মাধ্যমে বর্তমান এ্যডহক কমিটির সভাপতি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়’কে সভাপতি হিসেবে নিয়োজিত করার নির্দেশ দিয়েছেন।

আমি আর কিকরতে পারি? বা আমার কি করার ক্ষমতা আছে? অপরদিকে প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, আসলে বিগত দিনের ঘটনা গুলো সম্পূর্ণ সঠিক। বিদ্যালয়ের সভাপতি নির্বাচন পরিচালনা করার অনুমোতি বা চুরান্ত সিদ্ধান্ত দেন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশিষ কুমার। তার চুরান্ত সিদ্ধান্ত না পাওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার আশিষ কুমার এর কাছে জানতে চাইলে তার কাছে গেলে, তিনি অফিসিয়াল কাজে বাহিরে থাকায় তাকে তার কার্যালয়ে পাওয়া যায়নি। পরবর্তীতে একাধিকবার তার ব্যাবহারিত মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD