মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
মাহবুব, গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা অবিভাবক উন্নয়নের রুপকার সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবদুল রাজ্জাক হাওলাদার সাহেব চরবিশ্বাস টু চর কপালবেরা যাতায়েত সংযোগ হিসাবে আনুমানিক২০বছর পূর্বে এলজি ইডি কর্তৃক বাস্তবায়ন করেন এই ব্রিজটি কিন্তু গত দু বৎসর যাবৎ যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে পরলে এর কোন রিপিয়ারিং এর ব্যবস্থা হয়নি।
যার ফলশ্রুতিতে চরম ভোগান্তিতে পরেছে চর কপালবেরা প্রাথমিক বিদ্যালয়,উত্তর চর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালেহা খাতুন দাখিল মাদ্রাসা, হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের ছাত্র – ছাত্রী সহ এলাকার সাধারণ মানুষ। চরম ভোগান্তির সম্মুখীন স্হানীয় যানবাহন চালক এবং ক্লোজার বাজার ও চর কপালবেরা বাজারের ব্যবসায়ীরা।
এমতাবস্থায় ব্রিজটি সংস্করণ করা অতীব জরুরী। বর্তমানে এর দ্রুত পদক্ষেপ না নিলে বর্ষার মৌসুমে ছোট ছোট কোমলমতি শিশু রা তাদের পাঠানে ব্যাঘাত ঘটাবে। উক্ত ঝুঁকি পূর্ণ ব্রিজ টির সংস্করের জন্য স্হানীয় মেম্বার এবং চেয়ারম্যানকে একাধিক বার অবহিত করলেও পদক্ষেপ নিবে বলে বলে এখন পর্যন্ত কোন পদক্ষেপ ই নেন নি। সুতরাং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।