বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃ সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের ৩২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সাগর কন্যা কুয়াকাটার কৃতি সন্তান আরিফ বিল্লাহ।
রোববার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
আরিফ বিল্লাহর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটায় । আরিফ আওয়ামী পরিবারের সন্তান। তিনি স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আরিফ বিল্লাহ বলেন, আমি সহ-সভাপতি হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কী দিতে পেরেছি, সেটাই বড় কথা। পদ-পদবি দায়িত্বমাত্র। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমি সবসময় ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।