বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্স: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে উত্তর জেলা বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ জুন) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অুনষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সঞ্চলনায় উত্তর জেলা বিএনপি সদস্য মোঃ আফসার হোসেন আলম, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, গিয়াস উদ্দিন দিপেন, অধ্যাপক শরীয়ত উল্লাহ, আবিদুর রহমান হুমায়ুন, জিয়া উদ্দিন সুজন, শিহাব আহমেদ সেলিম, আকবর হোসেন চৌধুরী, মোঃ সেলিম হাওলাদার, তরিকুল ইসলাম দিপু, আব্দুল গাফফার তালুকদার, দেওয়ান মো. মনির হোসেন, মহিলা দল সভাপতি চৌধুরী শরীফা নাসরিন, আঃ ছাত্তার খান, আসাদুজ্জামান মুক্তা, উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সাইফুল্লাহ ফুয়াদ, উত্তর জেলা তাতীদলের আহ্বায়ক ইউনুছুর রহমান জুবায়ের, হিজলা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন খোকন ও ছাত্রনেতা মোঃ সাইফউদ্দিন মিলনসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচি শুরুর আগে বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের গেটে আটকে দেয় পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন ছিল সদর রোডসহ আশপাশ এলাকায়।