বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
এসময় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, কাউন্সিলর মাহবুবুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবসহ বিভিন্ন শেণি পেশার মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।