বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে চাঁদাবাজি ও লঞ্চ ডাকাতিসহ একাধিক মামলার আসামি কালা জসিমের গ্রেফতার ও শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।
গতকাল ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা জানান, মামলার আসামি কালা জসিম ও তার বাহিনী বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, নদী দখল ও প্রতারণা করে আসছে। মামলা থাকলেও জামিনে বের হয়ে অপকর্ম চালচ্ছে সে। সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
শেরপুরের নলিতাবাড়ী ও রাজশাহীর গোদাগাড়ীতে ৩ কৃষকের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। সকালে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে কৃষকদল।