মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল-৫ আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হেলালের গণসংযোগ বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি কলাপাড়ায় প্রকল্প অবহিকরন সভা বরিশালে রিকশা শ্রমিকদের নিয়ে ধানের শীষের ব্যতিক্রমী প্রচারণা বরিশালে চাকরি পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ বিপ্লব ও সংহতি দিবসে মহসিন সিকদারের নেতৃত্বে র‍্যালী সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ সাংবাদিক পেশার নাম ব্যবহার করে বরিশালে ভয়ংকর অপরাধ করে যাচ্ছে আরিফ বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত নারীকে কু/পি/য়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ গর্ভবতী গরু জবাই ও মাংস বিক্রির দায়ে কসাইকে অর্থদণ্ড ও কারাদন্ড কলাপাড়া জাটকায় সয়লাব।। অভিযান শুধু সড়কে সংখা দিয়ে নয়, মানসম্মত শিক্ষাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ….এবিএম মোশাররফ হোসেন
উদ্বোধন হচ্ছে বরিশালের বহুল প্রতিক্ষিত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন ভবন

উদ্বোধন হচ্ছে বরিশালের বহুল প্রতিক্ষিত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন ভবন

Sharing is caring!

এস এল টি তুহিন,: দীর্ঘ সাত বছর পর আগামী ৩ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল নতুন ভবন। ওইদিন প্রধানঅতিথি হিসেবে আইনমন্ত্রী মোঃ আনিসুল হক ভার্চুয়াল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশাল গণপূর্ত বিভাগ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১২ জানুয়ারি ১০ তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ভবন নির্মাণের কাজ শুরু হয়। ওইদিন আইনমন্ত্রী মোঃ আনিসুল হক আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ভবন নির্মাণ কাজের অনুমোদন দেয়া হয়। ৪৯ কোটি ১৭ লাখ টাকা আরডিপিপি মূল্য নির্মাণ ব্যয় ধরা হয়। ৩০ মাসের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ থাকলেও নানা কারণে ২০১৯ সালের মাঝামাঝি এসে নির্মাণ কাজ শেষ হয়। এরপর করোনা মহামারীর কারণে ভবনের উদ্বোধন নিয়ে জটিলতা দেখা দেয়। ফলে দীর্ঘ তিন বছর পর আগামী ৩ মার্চ উদ্বোধন হচ্ছে বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন।

সূত্রে আরও জানা গেছে, ভবনটি চালু হলে আদালতের এজলাসসহ বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হবে। ভবনের অভাবে জেলা প্রসাশন ভবনে যে এজলাস রয়েছে তা সব আদালত চত্বরে নিয়ে আসা হবে। আইনজীবী ও বিচারপ্রার্থীরা আদালত চত্বরের মধ্যে থেকেই সব কাজ সম্পন্ন করতে পারবেন। বিচার কাজের জন্য তাদের ছোটাছুটির কষ্টও লাঘব হবে।

জানা গেছে, ১২ তলা ফাউন্ডেশনের ১০ তলা বিশিষ্ট এই ভবনের প্রথম ফ্লোরের আয়তন ১৩ হাজার ৯১২ বর্গ ফুট ও পরের আটটি ফ্লোর (দ্বিতীয় তলা থেকে ১০তলা পর্যন্ত) ১২ হাজার ১৫৩ স্কয়ার ফিট করা হয়েছে। ভবনে বিচারক ও বিচারপ্রার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ১০ তলা এ ভবনে ১৩টি এজলাস থাকবে। পাশাপাশি বিচারকদের খাসকামড়া, শিক্ষানবীস বিচারকদের জন্য আলাদা কক্ষ, কনফারেন্স রুম, নামাজের কক্ষ, ক্যাফেটিরিয়া, গাড়ি পাকিং এর ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও এজলাস থেকে একটু দুরে রাখা হয়েছে বিচারপ্রার্থীদের জন্য বসার জায়গা। বিচার প্রার্থীদের সাথে আসা ছোট শিশুদের খাওয়ানো এবং রাখার জন্য সু-ব্যবস্থা করা হয়েছে। একইসাথে ভবনে ওঠা নামার জন্য রয়েছে এক হাজার কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি অত্যাধুনিক লিফট। যারমধ্যে একটি বিচারকদের জন্য ও অপর দুইটি আদালতের অন্যান্য কর্মচারী ও বিচারপ্রার্থীদের জন্য থাকবে।

বরিশাল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ জানান, নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। করোনার কারণে উদ্বোধন নিয়ে একটু জটিলতা ছিল। তবে আগামী ৩ মার্চ ভবনটি উদ্বোধনের সম্ভ্রাব্য তারিখ নির্ধারন করা হয়েছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, আগামী ৩ মার্চ আইনমন্ত্রী মোঃ আনিসুল হক বরিশালবাসীর বহুল কাঙ্খিত জুডিশিয়াল ভবনের উদ্বোধন করবেন। এরমধ্য দিয়ে বিচার কার্য আরেক ধাপ এগিয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD