বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমন হার প্রায় ৫০ ভাগ

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমন হার প্রায় ৫০ ভাগ

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: করোনা সংক্রমন পুনরায় ভয়াবহ আকার ধারন করার মধ্যে টানা তিন মাস ২০ দিন পরে মৃত্যুর মিছিলে ফিরেছে দক্ষিণাঞ্চল। গত ৫ অক্টোবরের পরে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুরন ঘটনা ঘটেছে।

বরগুনার আমতলী উপজেলার ৭০ বছর বয়স্ক এক ব্যক্তি টানা কুড়ি দিন শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার পরে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেছেন। এ নিয়ে দক্ষিণাঞ্চলের সর্বাধিক মৃত্যুহারের বরগুনাতে ৪ হাজার ৭৫০ জন আক্রান্তের মধ্যে ৯৮ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৬। আর এ নিয়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর সংখ্যা দাড়াল ৬৮০ জনে। পরিস্থিতির ক্রমবনতি অব্যাহত থাকার মধ্যেও বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলে নুন্যতম স্বাস্থ্য বিধি অনুসরনের কোন বালাই নেই। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রশাসন সহ জেলা ও উপজেহলা প্রশাসনগুলোও অনেকটাই নির্বিকার।

এদিকে মঙ্গলবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশাল মহানগরীতে ৭৭ জন সহ দক্ষিণাঞ্চলে আরো ২৫০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের ফলে মোট আক্রান্তের সংখ্যাটা দাড়িয়েছে ৪৬ হাজার ৩৬৬ জনে। এরমধ্যে চলতি মাসের ২৫ দিনেই ১ হ্জাার ১৬ নজনের মৃত্যু হল। যা আগের ৪ মাসের মোট আক্রান্তেরও বেশী।

সমগ্র দক্ষিণাঞ্চল যুড়েই করোনা ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট আবার দাপিয়ে বেড়াচ্ছে। সংক্রমন হার আবার প্রায় ৫০%-এর কাছে। মঙ্গলবার সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টা শের এ বাংলা মেডিকেল কলেজের আর-টি পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরিক্ষায় ৭৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮.০৭%।

এখনো সমগ্র দক্ষিণাঞ্চলে সর্বাধিক সংক্রমন নগরীতেই। মাত্র ৬% জনসংখ্যার এ নগরীতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১১ হাজার। যা গোটা বিভাগের মোট আক্রান্তের প্রায় ২৪%। আর বরিশাল জেলায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার। নগরীতে ১০২ জন সহ বরিশাল জেলায় মৃত্যুর সংখ্যা ২৩০ জন। গত ২৪ ঘন্টায় গৌরনদীতে ১৫ জন, হিজলায় ৮ জন, মুলাদি ও উজিরপুরে ৫ জন করে, আগৈলঝাড়ায় ৪ জন, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জে দুজন করে এবং মেহেন্দিগঞ্জে ১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এমনকি এ সময়ে ৬ জন স্বাস্থ্য কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে বলা হয়েছে।

গত ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন সহ আরো দুই জনকে অবর্জাভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে করোনা সন্দেহে ভর্তিকৃত রোগী আছেন ২৫ জন । যারমধ্যে করোনা ওয়ার্ডেই ১০ জন।

এদিক গত ২৪ ঘন্টায় ভোলা, পটুয়াখালী ও পিরোজপুরের অবনতিশীল পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। খুলনা-বাগেরহাট লাগোয়া পিরোজপুরেই এ সময়ে ৩৮ জন নতুন করোনা রোগী শনাক্তের ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৫৪৮ জনে। এ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন।

এ সময়ে ভোলাতেও নতুন করে ৩৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে দ্বীপ জেলাটিতে মোট শনাক্তের সংখ্যা ৭ হাজার ৩৩ জনে উন্নীত হয়েছে। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৯১ জনের।

পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় আরো ২৬ জনের দেহে করোনা পাজিটিভ শনাক্তের ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৩৫০ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১০৯ জন। আর দক্ষিণাঞ্চলের সর্বাধিক শনাক্ত হারের ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলাটিতে এ পর্যন্ত ৪ হাজার ৭৫০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৯ জন।

স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় শুধুমাত্র বরিশাল জেলায় ৩২ জন সহ দক্ষিণাঞ্চলে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ৮০৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD