শনিবার, ১২ Jul ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জের নিয়ামতিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত মোসাঃ নিলুফা ইয়াসমিন ও খাদিজা আফরিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় আহত মোসাঃ নিলুফা ইয়াছমিন বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের ১১নং নিয়ামতি মৌজার এস এ খতিয়ান ১৩৯৪, ১০১৪, হাল দাগ নং ১০৭৩, ১০৭৪ নং দাগ হইতে ১১.৭৫ শতাংশ জমি আহত নিলুফা ইয়াসমিনের দুই মেয়ে জামাতা মোঃ দুলাল শিকদার ও গোলাম সরোয়ার হাওলাদার সাব কবলা দলিল মূলে ক্রয় করে ভোগ দখলে রয়েছেন।
ওই জমি তার স্বামী আনিসুর রহমান হাওলাদার দেখভাল করছেন। নিয়ামতি গ্রামের রুহুল আমিন ও রহমাতুল্লাহ আতিকরা উক্ত জমি জবর দখল করার জন্য আহতের স্বামী বৃদ্ধ আনিসুর রহমান হাওলাদারকে হুমকি ধামকি দিতে থাকে। উক্ত জমি জবর দখল করার জন্য রবিবার সকাল সাড়ে ৮ সময় রুহুল আমিন, রহমাতুল্লাহ আতিক, আশরাফ আলী গাজী, জসিম ও ইলিয়াস হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন নিমাণ কাজের জন্য ইট, বালু, সিমেন্ট নিয়ে ধারালো অস্ত্রসহ নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে। নিলুফা ইয়াসমিন ও তার কন্যা খাদিজা আফরিন বাঁধা দিতে গেলে তাদেরকে কুপিয়ে জখম করেন।
হামলায় নিলুফা ইয়াসমিনের এক হাত ভেঙে যায়। হামলাকারীরা এসময় স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। হামলাকারীরা খাদিজা আফরিনের পরিধেয় কাপড় টানা হেচরা করিয়া তার শ্লীলতাহানি করে।
স্থানীয় লোকজন তার চিৎকার শুনে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করায়। বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।