মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে জেলা শ্রমিকলীগ এর আয়োজনে নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় শ্রমিকলীগ এর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ এর আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের ৫২ বছর।
৫২তম জন্মদিন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্ম সুচি পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বোষ সহ আরো জেলার অনেক নেএী বিন্দ ও অঙ্গ সংগঠন এর নেতা কর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে জেলা শ্রমিকলীগ এর সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ৭ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উওোলন এর মধ্য দিয়ে কর্মসূচী শুরু করেন
সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরলে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
সকাল ১০ টায় নিউমার্কেট চত্বর থেকে এক বিশাল রেলী শুরু করে লন্চঘাটে এসে শেষ হয়, পরে কেক কেটে ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।
জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার সকল নেতাকর্মীর পক্ষ থেকে জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল কে ধন্যবাদ জানান।