রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ এর উপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে এঘটনা ঘটে।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ সংশ্লিষ্টদের নিয়ে স্পিটবোর্ডযোগে মা ইলিশ রক্ষায় অভিযানে নামেন। এসময় কতিপয় অসাধু জেলেরা পরিকল্পিতভাবে শক্তিশালী ইঞ্জিনচালিত একটি ট্রলার দিয়ে স্পিডবোটকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে স্পিডবোর্ডে থাকা দুই আনসার সদস্য আঘাত পেয়ে নদীতে পরে যান।
তাদেরকে উদ্ধার করা হলেও এক আনসার সদস্যর আগ্নেয়াস্ত্র (শর্টগান) নদীতে তলিয়ে যায়। ইউএনও আরও জানান, আহত আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য গজারিয়া নদীতে তল্লাশী শুরু করেছেন বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেন।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ইউএনও’র উপর হামলাকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।