বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ৭ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বরিশাল সদর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি এর উপস্থিতিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, সিভিল সার্জন মনোয়ার হোসেন, জেনারেল হাসপাতালের আরএমও মলয় কৃষ্ণ বড়াল, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, সহ হাসপাতাল ব্যবস্থা কমিটির সদস্যরা। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘রোগীদের ঠিকমত চিকিৎসা দেয়া হচ্ছে না।
প্রতি সপ্তাহে মিটিং হওয়া দরকার। আমি চেষ্টা করব, এ হাসপাতাল যেন মানসম্মত হাসপাতাল হয়। জনগণ যাতে সঠিক সেবা পায় সেই ব্যবস্থা করব।’ এসময় হাসপাতালের বেশকিছু উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।