বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটায় সমুদ্র সৈকতে আগত ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তা ও উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে কুয়াকাটার পর্যটক স্টেক হোল্ডারদের সাথে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কুয়াকাটা পৌরসভার হলরুমে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন আয়োজিত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন’র এ এসপি আব্দুল খালেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র মো.আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা(টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আব্বাস কাজী, কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটের ব্যবসায়ীদের সভাপতি লুমা মং সহ ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের নিশ্চিত সেবা প্রদানের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ সহ সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয় থাকা একান্ত জরুরি।
এ সময় সৈকতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আগত পর্যটকদের সেবায় আন্তরিক হওয়ার অনুরোধ জানানো হয়। সেই সাথে প্রতিষ্ঠান গুলোর কাজের পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।